দক্ষিণ সুনামগঞ্জে আত্মঘাতি সংঘর্ষে চাচা ভাতিজা নিহত
জামালগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রীর গ্রাম ডুংরিয়ায় জমি নিয়ে চাচা ভাতিজার আত্মঘাতি সংঘর্ষে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। নিহতের নাম (চাচা) মো. আব্দুল তাহিদ (৫২)। তিনি উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে ও তার ভাতিজা মো. রিপন মিয়া (৪২), তিনি একই গ্রামের রাফিক মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকাল ৮টায় উভয়পক্ষের লোকজন কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আব্দুল তাহিদ মিয়া ও রিপন মিয়া শুরুতর আহতসহ রিপনের স্ত্রী গুলসানা বেগম, রিনি বেগম, হৃদয় মিয়াকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় আব্দুল তাহিদ ও রিপন মিয়া মারা যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ বাজারে সিএন্ডবির জায়গা নিয়ে চাচা ভাতিজার মধ্যে বুধবার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহষ্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ডুংরিয়া গ্রামের মাঠে সংঘর্ষে লিপ্ত হলে এই হতাহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। আটকের নাম জানাননি পুলিশ। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।