আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ : একাধিক নির্বাহী আদেশ জারি বাইডেনের
সময় সিলেট ডট কম
আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে একাধিক নির্বাহী আদেশ জারি করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার আগ্নেয়াস্ত্র সহিংসতাকে আন্তর্জাতিকভাবে বিব্রতকর একটি বিষয় হিসেবে উল্লেখ করেছেন।
নির্বাহী আদেশ জারির পর স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের পরিবর্তন নিয়ে কথা বলেন তিনি।
বাইডেন বলেন, আমেরিকার আগ্নেয়াস্ত্র সহিংসত মহামারির আকার ধারণ করেছে। বিষয়টি আমেরিকার জন্য আন্তর্জাতিকভাবে বিব্রতকর।
বিবিসি বলছে, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট কয়েকটি আলাদা নির্বাহী আদেশ জারি করেন। এই আদেশগুলো কংগ্রেসে আর অনুমোদনের প্রয়োজন নেই।
মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে নাগরিকদের অস্ত্র রাখার অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন বিষয়টি নিয়ে বলেছেন, সংবিধানের কোনো সংশোধনীই চূড়ান্ত নয়।
বাইডেন বলেন, দেশে প্রতিদিন আগেয়াস্ত্রে গড়ে ১০৬ জন মানুষ নিহত হয়। এটা থামাতেই হবে।
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকে সঙ্গে নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের জন্য প্রেসিডেন্ট বাইডেন ছয়টি পদক্ষেপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেনের নির্বাহী আদেশে তথাকথিত ‘ঘোস্ট গান’ নিয়ন্ত্রণে বিচার বিভাগকে ৩০ দিনের মধ্যে প্রস্তাবনা জমা দিতে বলা হয়েছে।