ছাত্র জমিয়ত বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার বৈঠক অনুষ্ঠিত
সময় সিলেট ডট কম
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার মাসিক বৈঠক শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ২টায় উত্তর বিয়ানীবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সরকারি কলেজ শাখা ছাত্র জমিয়তের সভাপতি ছিদ্দিক আলম এর সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক এবাদুর রহমান খান এর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সুলাইমান রাহমান।
এ সময় উপস্থিত ছিলেন- কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমদ, প্রচার সম্পাদক সুলাইমান রাহমান, অর্থ সম্পাদক সাবের হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক রেদওয়ান আহমদ প্রমুখ।
বৈঠকে বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।