শহরতলীর মানসীনগরে সংঘর্ষে ২৬ জন আহত
স্টাফ রিপোর্টার
সিলেটের জালালাবাদ থানার মানসীনগরে দুইপক্ষের সংঘর্ষে ২৬ জন আহত হয়েছেন। তাদেরকে ওসমানী সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এসএমপি সূত্র জানায়, বৃহস্পতিার রাত সাড়ে ৭ টার দিকে জালালাবাদ থানাধীন শিবের বাজারস্থ মানসীনগরে রাস্তায় প্রতিবন্ধক খুঁটি পুঁতা ও খুঁটি উপড়ে ফেলা নিয়ে গ্রামের মৃত জমশেদ মিয়ার পুত্র জামাল মিয়া (৪০) গং ও মৃত বশির মিয়ার পুত্র আনিছ মিয়ার (৫০) মধ্যে মারামারি হয়। এতে জামাল মিয়ার পক্ষের ১৫ জন এবং আনিছ মিয়ার পক্ষের ১১ জন সহ ২৬ জন আহত হয়। দেশীয় লাঠি-সোটা সহ ইটপাটকেল এর আঘাতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়ে তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জামাল এর পক্ষের আহতর হলেন, জামাল মিয়া (৪০), আখলাই মিয়া (৪৫), সাচ্চা মিয়া(৩৫), ফুল মিয়া(৩০), রেদন মিয়া (৩০), মনোয়ার হোসেন (২৫), আনোয়ার হোসেন (২০), সৈয়দ মিয়া (৪০), শায়েস্তা মিয়া(২৮), শিরিনা বেগম (২৫), রুপিয়া বেগম (৩৪), বিলকিছ (১৪), আনছার (৪৫), রংফুল নেছা (৪০), সোনিয়া (১৩)।
আনিছ মিয়ার পক্ষের আহতরা হলেন, রফিকুল ইসলাম (২২) হোসাইন (১৬), সাইদ (১১), আফজাল (২০), সাবিনা বেগম (১৪), আনিছ মিয়া (৫০), সাবুল মিয়া (৩২), নজরুল (১৬), নুরুল আমিন(৩৫), হুসনে আরা (৩০) ও নেওয়াবুন নেছা (৫০)।