বিশ্বনাথে দুঃস্থদের মাঝে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথে আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’ এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও এলাকার গরীব, অসহায় ও দুস্থদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) বাদ জোহর ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, এস এম এস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর সেলিম জে আহমেদ’র গ্রামের বাড়ী উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এলাকার প্রায় শতাধিক পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণের পূর্বে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের পাদুর্ভাব থেকে বিশ্ববাসীর মুক্তি চেয়ে এবং পবিত্র মাহে রমজানের ফুয়ূজাত ও বারাকাত প্রাপ্তির লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন- ট্রাস্টের উপদেষ্টামন্ডলীর সভাপতি, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব, হাজী মো. তেরা মিয়া।
সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট-এর অর্থায়নে ও দানবীর সেলিম জে আহমেদ’র ব্যবস্থাপনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রবীণ সাংবাদিক, লেখক ও গবেষক, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জেহাদী। ‘দৈনিক সময় সিলেট’ এর সম্পাদক, খ্যাতিমান স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব আ ক ম এনামুল হক মামুন, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম-এর বার্তা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শায়েস্তা মিয়া, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, ট্রাস্টি শামীম আহমেদ, শাহ আজিজুর রহমান মনর, নজরুল ইসলাম, ট্রাস্টি আল-মামুন আহমেদ প্রমুখ।