বিশ্বনাথ এইট ইউকে’র উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথে গরীব-অসহায় ও প্রতিবন্ধীদের মধ্যে রামাদ্বান উপলক্ষে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ এইট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম স্কুল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রায় শতাধিক পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, পিয়াজ, আলু, তৈল, ছোলা, খাজুর ও নগদ অর্থ।
বিশ্বনাথ এইট ইউকে বাংলাদেশ কমিটির সভাপতি মো. ইমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী আলী আনহার শাহানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য কমিটির সহ-সভাপতি মো. মাফিজ খান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম স্কুলের প্রিন্সিপাল মো. ফারুক আহমদ, বিশ্বনাথ এইট ইউকে বাংলাদেশ কমিটির সহ-সভাপতি হাফিজ আরব খান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সামছুল ইসলাম ইকবাল, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ, নরশিংপুর আল মদিনা যুব সংস্থার সভাপতি খালেদ মিয়া। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন- রিপন মিয়া। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্বনাথ এইট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম স্কুলের ছাত্র ফয়ছল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ এইট ইউকে’র সহ-সম্পাদিকা নুরুন্নাহার ইয়াসমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা জহুরা খাতুন, সদস্য আজমল খান, অটিজম স্কুলের শিক্ষক ফখরুল ইসলাম, নুরুল ইসলাম নাহিদ, শিল্পী বেগম, শাহানা বেগম প্রমুখ।