বিশ্বনাথে চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় মাসুদ রানা চৌধুরীর খাদ্যসামগ্রী বিতরণ
সময় সিলেট ডট কম
মহামারি করোনা ভাইরাসে পুরো দেশ জুড়ে লকডাউনে কর্মহীন শ্রমজীবী মেহনতী মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি, পরিবর্তনশীল সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি ও চৌধুরী ফাউন্ডেশনের সমন্বয়ক মাসুদ রানা চৌধুরী।
বুধবার (১৪ এপ্রিল) দুপুরে সিলেটের বিশ্বনাথ থানার হরিপুর ও খালপার গ্রামের হতদরিদ্র শতাধিক পরিবারের মধ্যে পৌঁছে দিয়েছেন ইফতার সামগ্রী। প্রতিবছরের ন্যায় এবারও পহেলা রমজানে চৌধুরী ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ত্রাণ হিসেবে দেওয়া হয় ১কেজি গরুর মাংস, ২ কেজি চাল, ৩০০ গ্রাম ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল।
চৌধুরী ফাউন্ডেশনের উপদেষ্টা ও পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন- আমাদের ইচ্ছে ছিলো বরাবরের মতোই আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়ানো যা অতীতে করেছি। কিন্তু করোনা ভাইরাস শুধু আমাদের দেশে নয়, গুটা বিশ্বে ছড়িয়ে থাকায় দেশেবিদেশে সবাই আতঙ্কিত ও কর্মহীন হয়ে পড়েছেন। দেখা দিয়েছে আর্থিক অসুবিধা।
তিনি প্রবাসী ছেলে মারুফ আদনানের জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন- ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো।