সাবেক এমপি শাহীনূর পাশা চৌধুরীর করোনা পজেটিভ : দোয়া কামনা
সময় সিলেট ডট কম
জামেয়া দারুল কুরআন সিলেটের প্রিন্সিপাল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আইন বিষয়ক সম্পাদক, সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর করোনা টেস্টের রিপোর্ট প্রজেটিভ এসেছে।
সিলেট মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি সৈয়দ উবায়দুর রহমান তাঁর ফেইসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন- শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সাবেক সাংসদ মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর করোনা রিপোর্ট প্রজেটিভ আসে। গত কয়েকদিন থেকে তিনি অসুস্থতায় ভোগছেন। গত রোববার (১১ এপ্রিল) হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ডাক্তারের পরামর্শে তিনি নগরীর উইমেন্স মেডিকেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে নিজ দায়ীত্বে মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত ১২টার দিকে বাসায় চলে যান।
যুবনেতা সৈয়দ উবায়দুর রহমান বলেন- এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।