প্রবাসী আলমাস আলীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অব্যাহত
বিশেষ সংবাদদাতা
বাংলাদেশ আমেরিকান কাউন্সিলের বোর্ড অব ডাইরেক্টর ও বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সাবেক সফল সভাপতি, যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব আলমাস আলী ও তাঁর পরিবার করোনায় আক্রান্ত। তাদের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অব্যাহত রয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) বাদ এশা তাঁর জন্মস্থান সিলেটের বিশ্বনাথ উপজেলার কামাল বাজার লালটেক গ্রামবাসীর উদ্যোগে লালটেক জামে মসজিদে আলমাস আলী ও তাঁর পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রামের তিন শতাধিক মুসল্লীগন উপস্থিত ছিলেন।
এদিকে আলমাস আলী ও তাঁর পরিবারের অসুস্থ খবর ছড়িয়ে পড়লে সমাজকর্মী আনোয়ার ও পাশার উদ্যোগে খতমে নারিয়া, ফুলতলী ছাহেব বাড়ি, বরুণা দরবার শরীফ, কুড়িরা মাদরাসা, সিলেট কাজির বাজার মাদরাসা ও তার পরিবারের পক্ষ থেকে মিলাদ, খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন সমাজ কর্মী আনোয়ার হোসেন ও মানবিক আলাউদ্দিন পাশা।
আলমাস আলী ও তাঁর পরিবারে সুস্থতা কামনায় দেশ ও প্রবাসের সবার কাছে দুয়া চেয়েছেন তাঁর ভাতিজা আজম আলী মাষ্টার ও মিন্টু আহমেদ।
উল্লেখ্য, সম্প্রতি আলহাজ্ব আলমাস আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।