সিলেটে জননেত্রী শেখ হাসিনা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
সময় সিলেট ডট কম
বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ-এর প্রতিষ্ঠাতা সভাপতি মনির খান ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মিসেস মনোয়ারা চৌধুরী মুন্নি’র যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনা ভাইরাসে কর্মহীন হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামাগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন- বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদা নাজিম রুবি। মহানগরীর ২১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জান্নাতুল নাসরিন উর্মি, কৃষকলীগ নেতা নাজিম খান-সহ অন্যান্যরা।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন- আর্ত মানবতার কল্যাণে সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ। সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে নিঃসার্থ ভাবে জনহিতকর কার্যক্রম পরিচালনার মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে।
এ সময় বক্তারা সরকারের পাশাপাশি শেখ হাসিনা পরিষদের মত দরিদ্রদের কল্যাণে অন্যান্য সামাজিক সংগঠন, দানশীল ব্যক্তিবর্গ, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।