৬২ আলেমের বিবৃতি : ধর্মের অপব্যাখ্যা দিয়ে ফ্যাসাদ সৃষ্টিকারীদের গ্রেপ্তার দাবি
সময় সংগ্রহ
হেফাজতে ইসলামের কর্মকাণ্ড বিষয়ে শনিবার ৫১ জন আলেমের বিবৃতির পর রোববার দেশের আরও ৬২ জন আলেম আরেকটি বিবৃতি দিয়েছেন।
মুফতি মাওলানা কাফিল উদ্দীন সরকার সালেহীসহ ৬২ জনের স্বাক্ষরিত লিখিত বিবৃতিতে তাঁরা হেফাজতে ইসলামের বর্তমান রাজনৈতিক দুরভিসন্ধিদুষ্ট নেতৃত্ব বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ফ্যাসাদ সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
বিবৃতিদাতা অন্যরা হলেন- মাওলানা হোসাইন মুরতাজা, মাওলানা আজমির বিন কাসিমী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবু তালেব আল ফারাবী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মোরতজা আমান, মাওলানা আমিন হোসেন বিলালী, মাওলানা আবদুল হাকিম, মাওলানা আবদুল্লাহ, মাওলানা আবদুর রহিম, মাওলানা এহসানুল হক, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা বদর উদ্দিন প্রমুখ।