জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করবেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া
সময় সিলেট ডট কম
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি গ্রেফতার হওয়ায় দলের (ভারপ্রাপ্ত) সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন, সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী ও আল্লামা উবায়দুল্লাহ ফারুক-সহ নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে মহাসচিবের দায়িত্ব পালনের জন্য সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার নাম ঘোষণা করেছেন।
উপমহাদেশের প্রাচীনতম এই রাজনৈতিক দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে- মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া গ্রেফতারকৃত মহাসচিব (ভারপ্রাপ্ত) মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি’র অবর্তমানে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে শীঘ্রই দায়িত্বভার গ্রহন করবেন।