আমলশীদ সমাজ কল্যাণ সংস্থা’র অর্থায়নে মহিলা টাইটেল মাদরাসার গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামের সেবামূলক সংগঠন ‘আমলশীদ সমাজ কল্যাণ সংস্থা’র অর্থায়নে মঙ্গলবার (২০ এপ্রিল) ‘ফাতিমা বিনতুর রাসুল সা. মহিলা টাইটেল মাদ্রাসা’ আমলশীদ এর গেইটের ভিত্তি স্থাপন করা হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, আমলশীদ মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব ডা. মুনির উদ্দিন, আমলশীদ গ্রামের মেম্বার আতাউর রহমান আতা, সাবেক মেম্বার আব্দুল জলিল, আমলশীদ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুস শাকুর, সিনিয়র সহ-সভাপতি আবু শাহাদত, সেক্রেটারী এম. মাহমুদুল আম্বিয়া হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এম মাশহুদুল আম্বিয়া মহসিন, ধর্মবিষয়ক সম্পাদক সাদিকুর রাহমান সিদ্দিকি, নুরুল ইসলাম মজনুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিশেষে আমলশীদ মহিলা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল মুকিত চৌধরীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, গত মার্চ (২০২১) মাসে ‘আমলশীল সমাজ কল্যাণ সংস্থা’র আত্মপ্রকাশ হয়। প্রবাসী ও সমাজসেবক আবু আফিফা আতিকুর রহমানকে প্রধান উপদেষ্টা, ব্যবসায়ী এম আব্দুশ শাকুরকে সভাপতি, এম মাহমুদুল আম্বিয়া হোসেনকে সাধারণ সম্পাদক ও নেজাম উদ্দীনকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্য কমিটি গঠন করা হয়।