পশ্চিমবঙ্গে চলছে শেষ দফার ভোটগ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের অষ্টম তথা শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে চার জেলার ৩৫টি আসনে এই ভোটগ্রহণ শুরু হয়। আনন্দবাজার।
অষ্টম দফার ৩৫টি আসনের মধ্যে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মাত্র একটিতে জিতেছিল বিজেপি। পাঁচ বছর আগের সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমানে সমানে লড়াই হয়েছিল বাম-কংগ্রেস জোটের। কিন্তু তার ৩ বছর পরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মমতার দলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উত্থান হয় বিজেপির। এবারও তৃণমূল ও বিজেপির মধ্যেই মূলত লড়াইটা হচ্ছে।
অষ্টম দফায় বীরভূম জেলার ১১টি বিধানসভা আসনের সবগুলোতেই ভোটগ্রহণ হচ্ছে। এ ছাড়া মালদহের ১২টি আসনের মধ্যে ৬টিতে, মুর্শিদাবাদ জেলার ২২টি আসনের মধ্যে ১১টিতে এবং কলকাতার ১১টি আসনের মধ্যে ৭টিতে হচ্ছে ভোটগ্রহণ।
গত ২৬ এপ্রিল সপ্তম দফায় মুর্শিদাবাদ জেলার ২২টির মধ্যে বাকি ১১টি আসনের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু দুই প্রার্থীর মৃত্যুর কারণে সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট স্থগিত হয়। ওই দুই কেন্দ্রে ভোট হবে আগামী ১৬ মে।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই ৩৫টি আসনের মধ্যে তৃণমূল এবং বাম-কংগ্রেস জোট ১৭টি করে আসনে জিতেছিল। এর মধ্যে বামেরা ৩, কংগ্রেস ১৩ এবং জোট সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করে একটি আসনে। সেসময় মালদহের একটি আসনে জিতেছিলেন বিজেপি প্রার্থী।
৩ বছর পরে ২০১৯ সালের লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের হিসাবে তৃণমূল ৪ জেলার ওই ৩৫টি আসনের মধ্যে ১৯টিতে এগিয়ে যায়। ১১টি আসনে এগিয়ে থেকে তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে আসে বিজেপি। কংগ্রেস ৫টি বিধানসভা আসনে এগিয়ে থাকলেও বামেরা একটিতেও প্রথম স্থানে যেতে পারেনি।