করোনায় ১৫৪ চিকিৎসকের মৃত্যু
সময় সিলেট ডট কম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ১৫৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৯১১ জন চিকিৎসক।
প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির তথ্যসূত্র জানায়, গত মঙ্গলবার পর্যন্ত সারাদেশে করোনা আক্রান্ত হয়ে, করোনার উপসর্গ নিয়ে মোট ২০০ জন চিকিৎসক মারা গেছেন।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) পরিসংখ্যানে দেখা গেছে, শুধু গত বছরের জুন মাসে মারা গেছেন ৪৫ জন চিকিৎসক। যার মধ্যে ৪ জুন একদিনেই ৫ জন চিকিৎসক মারা যান। যেটা ছিল একদিনে সর্বোচ্চসংখ্যক চিকিৎসকের মৃত্যুর ঘটনা।
করোনায় আক্রান্ত হয়ে গত বছরের ১৫ এপ্রিল মারা যান সিলেট এমজি ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন আহমেদ; তিনিই দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া চিকিৎসক।
এছাড়া চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ৯ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এক মাস ১৯ দিনে মারা গেছেন ২২ জন চিকিৎসক।