সিলেটে ভ্যাকসিনের ২য় ডোজ নিলেন আরো ৫ সহস্রাধিক
সময় সিলেট ডট কম
সিলেট বিভাগে একদিনে করোনা ভ্যাকসিনের ২য় ডোজ নিয়েছে আরো ৫০৭৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ২ হাজার ৮২১ জন, সুনামগঞ্জ জেলায় ৬৫৯ জন, হবিগঞ্জ জেলায় ৬৬৫ জন ও মৌলভীবাজার জেলায় ৯২৮ জন ভ্যাকসিন নেন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে সিলেট নগরীতে একদিনে ভ্যাকসিনের ২য় ডোজ নিয়েছেন আরো ১ হাজার ৯৫৫ জন। বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে এ ভ্যাকসিন প্রদান করা হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেন ১ হাজার ৬৩৭ জন ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে নেন ৩১৮ জন।
বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন ৩ লাখ ৭৫ হাজার ৩৪৫ জন। প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৪৪২ জন। ২য় ডোজ নিয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৩৪০ জন।