দক্ষিণ সুরমায় হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ
বিশেষ সংবাদদাতা
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ‘দাউদপুর ইউনিয়নের হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে রাউৎকান্দি-সিকন্দরপুর সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত এই খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা শাখার সহ-সভাপতি, পাবলিক প্রসিকিউটর (পি.পি) এডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন।
হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শামছুজ্জামান কবির-এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক কয়েছ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- দক্ষিণ সুরমা উপজেলার সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান লিলু মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট মুরব্বি খিজির খান, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া তালুকদার, বিশিষ্ট মুরব্বি আরমান আলী, ব্যাংকার নুরুল ইসলাম।
সোসাইটির সদস্য আল মাহমুদ বিলাল-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সোসাইটির সধারণ সম্পাদক আখলাকুল মাওলা বাহার।
খাদ্যসামাগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সোসাইটির বর্তমান সভাপতি আলহাজ্ব খলিল উদ্দিন, সদস্য মিফতাহুজ্জামান, মুস্তাক আহমদ, আহবাব হোসেন বাচ্চু, সাকি হাজারী, কয়েছ আহমদ, জসিম উদ্দিন, হাসান বিন সাঈফ, শাফি, রুহুল আমিন, বদর উদ্দিন, ছাকিব, ছাবের, মাহদি, নেছার প্রমুখ। এছাড়াও এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সোসাইটির সকল প্রবাসীদের আর্থিক সহযোগিতায় প্রায় দেড় শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে আলু ৩ কেজি, পিয়াজ ৩ কেজি, সয়াবিন তৈল ২ লিটার, চানা ১ কেজি, ঢাল ১ কেজি, খেজুর ১ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি-সহ ইত্যাদি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি বক্তব্যে এডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন বলেছেন- সরকারের পাশাপাশি হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি দরিদ্র ও বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও মানবতার কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এই গ্রুপ প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতা ও মানব সেবামূলক দিক বেশি গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করছে।
‘বিভিন্ন দুর্যোগময় মুহুর্তে অসহায় জনগোষ্ঠীর পাশে সহযোগিতা নিয়ে পাশে দাড়ায়, এটা অত্যান্ত প্রশংসনীয় ও মহতি উদ্যোগ’ উল্লেখ করে তিনি বলেন- সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিরা এভাবে দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসলে তারা উপকৃত হবেন। তিনি হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি মতো সবাইকে মানব সেবায় এগিয়ে আসার আহবান জানান।