বড় পরাজয় টাইগারদের
স্পোর্টস ডেস্ক
শেষ দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাঁচানোর লক্ষ্য নিয়েই হয়তো মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু দিনের শুরুতে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে লড়াইয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারলেন না লিটন। প্রবীন জয়াবিক্রমার বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন দিনের তৃতীয় ওভারেই। পঞ্চম দিনের শুরুতে লিটন–মিরাজ জুটি টিকল মাত্র ১৪ বল। তাইজুল ৩০ বল খেলে ফিরলেন ২ রান করে। এরপর একএক করে বিদায় নিলেন বাকি বাকি ৪ ব্যাটসম্যান। শেষ ৩ উইকেট যে গেলো ৯ বলের ব্যবধানে।
শরীফুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে দুই ইনিংসেই পাঁচ উইকেটের কীর্তি গড়লেন জয়াবিক্রমা। অভিষেকে রেকর্ড গড়া বোলিংয়ে পঞ্চম দিনের সকালেই সফরকারীদের গুঁড়িয়ে দিলেন তরুণ বাঁহাতি এই স্পিনার। তাতে ২০৯ রানের হার দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করল বাংলাদেশ।
টাইগার শিবিরে ৪৩৭ রানের টার্গেট ছুঁড়ে দেয় লঙ্কানরা। জিততে হলে করতে হত অসম্ভব কিছুই। তবে তা কিছু হয়নি। রান তাড়ায় বাংলাদেশ থেমেছে ২২৭ রানে। ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা।
চতুর্থ দিন ৫ উইকেটে করা ১৭৭ রানের সংগ্রহ নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বিশাল রান তাড়ায় যেখানে হারটা ছিল প্রায় নিশ্চিত, সেখানে প্রতিরোধের দেয়াল কতটুকু মজবুত করতে পারে টাইগাররা সেটিই ছিল দেখার বিষয়। কিন্তু সে দেয়াল আর তোলা হল কই। আগের স্কোরের সঙ্গে অর্ধশত রানই যোগ করতে পেরেছে বাংলাদেশ। শেষ ৩ উইকেট পড়েছে মাত্র ৯ বলের ব্যবধানে। শেষ দুই ব্যাটসম্যান খুলতে পারেননি রানের খাতাই।
শেষ দিনে লঙ্কানদের চতুর্থ পছন্দের স্পিনারের জবাবই জেনো খুঁজে পায়নি বাংলাদেশ।