জামায়াতের বিদ্রোহী নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবার এবি পার্টিতে
স্টাফ রিপোর্টার :
জামায়াতে ইসলামীর বিদ্রোহী নেতা সিলেটের ব্যারিস্টার আবদুর রাজ্জাক ‘আমার বাংলাদেশ’ (এবি) পার্টিতে যোগ দিয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি জামায়াত থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এবি পার্টিতে তাঁর যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন পার্টির সদস্যসচিব ও সাবেক জামায়াত নেতা মজিবুর রহমান মঞ্জু। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবি পার্টিতে প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন বলে মঞ্জু জানান।
রোববার (২ মে) দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানানো হয়।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতিবাচক ভূমিকার জন্য ক্ষমা চাওয়া এবং দল বিলুপ্তির পরামর্শ দিয়ে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি জামায়াত থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এরপর তিনি কোনো দলের রাজনীতিতে সরাসরি যুক্ত ছিলেন না। বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডনে আবস্থান করছেন।