আ.লীগের নেতাকর্মীরা সুখে-দুঃখে মানুষের পাশে থাকেন: শফিকুর রহমান চৌধুরী
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা :
সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন- আওয়ামী লীগের নেতাকর্মীরা সুখে-দুঃখে মানুষের পাশে থাকেন এবং দেশ ও জাতির সকল দূর্যোগ ও সংকঠকালীন সময়ে সাহায্যের হাত প্রসারিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনা অনুযায়ী করোনাকালীন সময়েও এর ব্যতিক্রম হয়নি। বাঙালী জাতির উন্নয়নে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সততা, সচ্চতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করার ফলেই আজ দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
তিনি রোববার (২ মে) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সমাজের গরীব-অসহায়-দুস্থদের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন- বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন।
বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনোহর হোসেন মুন্না’র সভাপতিত্বে ও সদস্য সচিব সুন্দর আলী রুহুল’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আব্দুল মতিন, সদস্য তপন দাশ, আব্দুল জলিল জালাল, উপজেলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুর রউফ, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট ও রাজু আহমদ খান প্রমুখ।