জগন্নাথপুরে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ মে) দুপুরে সুনামগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শফিকুল ইসলাম এই জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের অফিস সহকারি বিধান দেবনাথ বলেন- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে অভিযান চলছে। সোমবার জগন্নাথপুর বাজারে মূল্য তালিকা, মেয়াদোর্ত্তীণ পণ্য ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য রাখায় গুরুদেব স্টোরকে ৬ হাজার, তানিয়া কনফেকশনারী স্টোরকে ৬ হাজার ও ফারুক স্টোরকে ১ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।