সিলেটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স সিলেট জেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে।
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর সহযোগিতায় শহরের একটি এতিম মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া শেষে এতিম মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
উক্ত দোয়া মাহফিল ও ইফতার বিতরণে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সদস্য সোহেল আহমদ, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, জিয়া সাইবার ফোর্স সিলেট জেলা কমিটির আহবায়ক উবায়দুর রহমান সজিব, সদস্য সচিব কাউছার হোসেন রকি, যুগ্ম-আহবায়ক হোসেন খাঁন ইমাদ এবং মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ-সহ আরও অনেকে।