স্বাস্থ্যবিধি মেনে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট-শপিংমল
সময় সিলেট ডেস্ক :
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদ কেনাকাটায় শপিংমল ও দোকানপাট বেলা ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা এসেছে সরকার থেকে।
চলমান লকডাউনের সময়সীমা ১৬ পর্যন্ত বাড়িয়ে বুধবার (৫ মে) জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে- দোকানপাট ও শপিংমলগুলো পূর্বের মত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। সকল দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে। অন্যথায় দোকানপাট ও শপিংমল তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হবে।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১৪ থেকে ২১ এপ্রিল কঠোর বিধিনিষেধসহ লকডাউন আরোপ করা হয়। বিশেষজ্ঞদের পরামর্শে ‘সর্বাত্মক’ লকডাউন দফায় দফায় বাড়িয়ে ১৬ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
তবে ঈদের কেনাকাটা ও মানুষের জীবনজীবিকার বিষয় বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে গত ৯ এপ্রিল থেকে খুলে দেয় শপিংমল ও দোকানপাট। শুরুতে বেলা ১০টা থেকে বিকেল পাঁচটা খোলা রাখার সিদ্ধান্ত হয়। ২৬ এপ্রিল থেকে তা বাড়িয়ে রাত নয়টা পর্যন্ত করা হয়।
এর মধ্যে শপিংমল দোকানপাট রাত ১২টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখে বাংলাদেশ দোকান মালিক সমিতি। কিন্তু সেটা না মেনে শপিংমল খোলার রাখার সময় আরও এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিল সরকার।