সানি হত্যাকাণ্ড : প্রধান আসামি শোয়েব আহমদ গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা :
সুনামগঞ্জের ছাতকে সানি সরকার (২২) হত্যাকাণ্ডের প্রধান আসামি শোয়েব আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট নগরীর বন্দর বাজার এলাকা থেকে মঙ্গলবার রাত ১১ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ছাতক থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে সিলেটের কোতোয়ালি মডেল থানায় রয়েছে।
শোয়েব আহমদ (১৯) কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রামের বাসিন্দা ব্যবসায়ী নিজাম উদ্দিনের পুত্র।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে নিয়ে পৌরসভা কার্যালয় সংলগ্ন রাস্তায় সানি সরকারের উপর হামলা চালায় শোয়েব আহমদ ও তার সহযোগীরা। হামলায় গুরুতর আহত সানি সরকার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
সানি সরকার ছাতক পৌর শহরের মন্ডলীভোগ ঘোষবাড়ী এলাকার কাজল সরকারের একমাত্র পুত্র। হামলার ঘটনার পর কাজল সরকার বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই শোয়েব আহমদ পলাতক ছিলেন। এর আগে ঘটনায় জড়িত নাইম আহমদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ।