‘ওয়ান বাংলাদেশ’ সিলেট জেলা শাখার খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
সামাজিক সংগঠন ‘ওয়ান বাংলাদেশ’ সিলেট জেলা শাখার পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে রোববার সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় এলাকার শতাধিক গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে।
‘ওয়ান বাংলাদেশ’ সিলেট জেলা শাখার সভাপতি প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবাশীষ সাহা’র পরিচালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. অনিমেষ সরকার, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. বিশ্বজিৎ দেবনাথ, সমাজ সেবা সম্পাদক ডা. ফুজায়েল আহমদ, সদস্য প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান, প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম সোহাগ, মুক্তিযুদ্ধ ও ইতিহাস বিষয়ক সম্পাদক মো. মাকছুদার রহমান প্রমুখ।
সভাপতি প্রফেসর ড. নির্মল চন্দ্র রায় বলেন- বর্তমান করোনাকালীন সময়ে নিম্নআয়ের মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। তাই বিত্তবানদের এসকল মানুষের পাশে সহায়তার হাত বাড়াতে হবে। তা না হলে এ মানুষগুলো আরও বেশি অসহায় হয়ে পড়বে, এতে সমাজে অমান্তী নেমে আসবে। তিনি আরও বলেন- করোনা মহামারী থেকে নিজে ও পরিবারকে সুরক্ষায় সরকারী নির্দেশ মানার পাশাপাশি ঘরে বাইরে মাস্ক পরিধান করতে হবে।