নগরীতে ফ্রেন্ডস ফাউন্ডেশন—এর উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠিত
নগর সংবাদদাতা :
সিলেট নগরীতে ফ্রেন্ডস ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) বিকালে ফ্রেন্ডস ফাউন্ডেশন এর উদ্যোগে উপশহর পয়েন্টে অসহায় ও শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। বক্তব্যে তিনি বলেন— ইফতার বিতরন একটি সওয়াবের কাজ। তিনি সবাইকে যার যার অবস্হান হতে অসহায় মানুষের জন্য এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্হিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, কোষাধ্যক্ষ শমশের জামাল, সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, যুবলীগ নেতা দুলাল আহমদ’সহ নেতৃবৃন্দ।