সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে হাবিবুর রহমান হাবিবের শোক
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট এম সি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হাবিব।
বুধবার (৫ মে) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় হাবিবুর রহমান হাবিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, বুধবার রাত ১০টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে প্যারালাইসিস, শ্বাসকষ্টসহ শারীরিক নানা সমস্যায় ভোগছিলেন। মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে সিলেটে বেসরকারি একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার রাতে ইন্তেকাল করেন।