মমতাকে নিয়ে বিরূপ স্ট্যাটাস : কঙ্গনার বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনোদন ডেস্ক :
বরাবরই লাগামছাড়া মন্তব্য করে বিতর্কের শীর্ষে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাই আবারও আইনি ঝামেলায় পড়েছেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ‘কুরুচিকর’ ও ‘বিভ্রান্তিমূলক’ তথ্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানকার উল্টোডাঙা থানায়।
তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত নামের এক ব্যক্তির দায়ের করা অভিযোগ গ্রহণ করে উল্টোডাঙা থানার ওসি কান্তিময় বিশ্বাস বলেছেন- ‘অভিযোগ গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেয়া হবে।’
ভারতের ওই রাজ্যে ভোট পরবর্তী সহিংসতার ছবি তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানান- বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নিতে।
ভোটের ফল প্রকাশের পরদিন, ৩ মে কঙ্গনার বিরুদ্ধে একই অভিযোগে কলকাতা পুলিশে ইমেইল করে অভিযোগ দায়ের করেছিলেন আইনজীবী সুমিত চৌধুরী। এবার উল্টোডাঙা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন শাসকদলের মুখপাত্র ঋজু দত্ত।