টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই টি-টেন লিগ
স্পোর্টস ডেস্ক :
আবুধাবি টি-টেন লিগের নতুন সংস্করণ মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। সবকিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে ১৫ নভেম্বর, আর টি-টেন লিগ শুরু হবে ১৯ নভেম্বর। টুর্নামেন্টটির ফাইনাল মাঠে গড়াবে ৪ ডিসেম্বর।
১০ ওভারের ক্রিকেটের এই টুর্নামেন্টের এটি হবে পঞ্চম আসর। সংযুক্ত আরব আমিরাতের ৫০তম জাতীয় দিবস উদযাপনের জন্য বর্ধিত সাধারণ ছুটির কথা মাথায় রেখে আগের আসরগুলোর চেয়ে বাড়ানো হয়েছে টুর্নামেন্টটির ব্যাপ্তি।
১০ ওভারের ক্রিকেটের এই টুর্নামেন্টের এটি হবে পঞ্চম আসর। সংযুক্ত আরব আমিরাতের ৫০তম জাতীয় দিবস উদযাপনের জন্য বর্ধিত সাধারণ ছুটির কথা মাথায় রেখে আগের আসরগুলোর চেয়ে বাড়ানো হয়েছে টুর্নামেন্টটির ব্যাপ্তি।
টুর্নামেন্টটির গত আসর হয়েছিল চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। আট দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল নর্দান ওয়ারিয়র্স। কোভিড পরিস্থিতিতে জৈব-সুরক্ষা বলয়ে হওয়া টুর্নামেন্টে মাঠে দর্শক প্রবেশের অনুমতি ছিল না।
বাংলাদেশ থেকে গত আসরে খেলেছিলেন নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, সোহাগ গাজী, মনির হোসেন ও মুক্তার আলি।