নগরীতে ৪৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার তিন : থানায় মামলা
স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীতে ৪৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় আলিয়া মাদরাসা মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ এর একটি দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে মো. আরমান (২৮), মো. জাবেদ আহমদ (২৯) ও মনোয়ার হোসেন ওরফে সোহাগ (৩০)।
র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান-আল-আলম এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদারের নেতৃত্বে নগরের আলীয়ামাদ্রসা মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪৬০ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি মো. আরমান, মো. জাবেদ আহমদ ও মনোয়ার হোসেন ওরফে সোহাগকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছে।