বিশ্বনাথে সরকারি মূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
বিশেষ সংবাদদাতা :
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সরকারি মূল্যে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ মে) দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গনে কৃষকদের থেকে ধান গ্রহণের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা ধান-চাল সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি ও ইউএনও সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কনক রায়, উপজেলা খাদ্য কর্মকর্তা মনোধন চন্দ্র দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অজ্ঞন কুমার দাস, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।
উপজেলা খাদ্য কর্মকর্তা জানান- প্রথম দিন ৩ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এর আগে ১ হাজার ৩শ ১০জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে উপজেলার ৮ ইউনিয়ন থেকে ৩৪৪জন কৃষক নির্বাচন করা হয়। নির্বাচিত কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি ধরে ধান ক্রয় করা হবে।
এবার উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ৯শ ৪৫ মেট্রিক টন ও সিদ্ধ চাল ১৩১ মেট্রিক টন। আগামী ১৬ অগাস্ট পর্যন্ত চলবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম।