বিশ্বনাথে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বিশেষ সংবাদদাতা :
সিলেটের বিশ্বনাথ উপজেলার সুখীপুর গ্রামে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে পবিত্র কোরআন প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সুখীপুর ইউনাইটেড সোসাইটির উদ্দ্যোগে স্থানীয় বায়তুল জান্নাত জামে মসজিদে সহিহ তেলাওয়াতের লক্ষ্যে গ্রামের ছাত্র-ছাত্রীদেরকে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ শেষে ২৫ রামাদ্বান প্রতিযোগিতা পরবর্তী পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বায়তুল জান্নাত জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাই, জীবন সোসাইটির দিক-নির্দেশক চৌধুরী আলী আনহার শাহান, শেখ শামীম আহমেদ, আবুল খয়ের, সভাপতি শেখ হাবিবুর রহমান সুহেল, সাধারণ সম্পাদক শেখ রেদওয়ানুল ইসলাম হৃদয়, সহ-সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ, সহ-প্রচার সম্পাদক নুরুল আলম, অর্থ সম্পাদক আবুল হাসান বসর, ফয়ছল আহমেদ, সদস্য রাহিম আহমেদ, সাইদ আলম, শেখ তাহসান আহমেদ, সাহেল আহমেদ, তুফায়েল আহমেদ, তানভীর আহমেদ প্রমুখ।