সিলেটে ‘নিবরাস সুন্নাহ ঘর’-এর ব্যতিক্রমী উদ্যোগ : ফ্রিতে আতর-টুপি
স্টাফ রিপোর্টার :
ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশী। ধনী-গরীব নির্বিশেষ এ আনন্দ উপভোগ সবার জন্য। আতর-টুপি ঈদ উদযাপনের অন্যতম এক অনুসঙ্গ। নতুন জামায় খোশবু লাগিয়ে একপা-দু’পা করে ঈদগাহের দিকে যাওয়ার আনন্দটাই আলাদা।
সমাজের হতদরিদ্র অনেক মানুষ আছেন যাদের টুপি-আতর কেনার মতো সামর্থ পর্যন্ত নেই। তাদের জন্য সিলেট নগরীর করিম উল্লাহ মার্কেটের ৪৩ নম্বর দোকান নিবরাস সুন্নাহ ঘর-এর এই ব্যতিক্রমী উদ্যোগ।
দোকানের বাইরে আতর-টুপির বক্স রাখা। সেখানে সাঁটানো হয়েছে একটি বিজ্ঞাপন। বিজ্ঞাপনটিতে লেখা আছে— “প্রিয় দ্বীনদার ভাই! যদি ঈদ উপলক্ষে আপনার টুপি বা আতরের প্রয়োজন হয়, আর আপনি ক্রয় করার সামর্থ না রাখেন, তবে নির্দ্বিধায় নিবরাস সুন্নাহ ঘরের ঈদ উপহার এই আলমারী হতে গ্রহণ করতে পারেন। আপনার এই উপহার গ্রহণ আমাদের আনন্দিত করবে।”
ব্যতিক্রমী এই উদ্যোগের ব্যাপারে কথা হলে নিবরাস সুন্নাহ ঘরের পরিচালক তরুণ উদ্যোক্তা তুফায়েল আহমদ সংবাদ মাধ্যমকে বলেন— ঈদের আনন্দ সবার জন্য। সবার সবকিছু ক্রয়ের সামর্থ নেই। আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করলে ঈদের আনন্দ থেকে কেউই বঞ্চিত হবে না।