বিশ্ব রেড ক্রস দিবসে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ইফতার বিতরণ
বিশেষ সংবাদদাতা :
নগরীতে বিশ্ব রেড ক্রস দিবসে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুল জব্বার জলিলসহ অতিথিবৃন্দ।
৮মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রে রোগীদের এবং চৌহাট্রায় পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের উদ্যোগে শনিবার (৮ মে) বিকেল ৪টায় সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে রান্না করা ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল।
সড়কে পথচারী রোজাদারদের হাতে ইফতার প্যাকেট তুলে দেন- অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সসদ্য সিলেট মেট্রাপলিটন চেম্বার এর সহ-সভাপতি মো. আব্দুল জলিল জব্বার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সুয়েব আহমদ, মো. মজির উদ্দুন, ইউনিটের উপ-পরিচালক আব্দুস সালাম, কর্মকর্তা পার্থ সারথি দাস, কভিড-১৯ রেসপন্স টিমের সমন্বয়ক ও সাবেক যুব প্রধান মো. নাজিম খান, যুব প্রধান শাহানুর চৌধুরী সাথী, উপ-যুব প্রধান সোমা আক্তার প্রমুখ।
এর আগে সকাল ১০টায় জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন ইউনিট সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল।