সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের ইফতার বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের উদ্যোগে নগরীর ক্বিনব্রীজ এলাকায় দু’শতাধিক অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (৮ই মে) এ সকল ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. ফখর উদ্দিনের পরিচালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম সোয়েব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মো. সুহেল আহমদ, মাকছুদার রহমান, ডা. আফরাদুল ইসলাম, মাছুম আহমদ, আলাউদ্দিন আহমদ, সাংবাদিক শফিক আহমদ শফি, সমাজকর্মী শাহীন আহমদ, মকছুদুর রহমান চৌধুরী প্রমুখ।