ধেয়ে আসছে চীনা রকেট : ইতালির নয় অঞ্চলে সতর্কতা
আন্তর্জাতিক সময় :
নিয়ন্ত্রণ হারানো চীনা রকেট ইতালিতে আছড়ে পড়তে পারে —এমন আশঙ্কায় ইতালির নয়টি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছে দেশটির সরকার।
শনিবার (৮ মে) সংবাদমাধ্যম ইতালি টোয়েন্টিফোর নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের নতুন স্পেস স্টেশনের অংশ হিসেবে বৃহস্পতিবার লং মার্চ ফাইভ-বি নামের ওই রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। পরে এটি নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে ফেরত আসতে শুরু করে।
ইতালিয়ান স্পেস এজেন্সির (এএসআই) তথ্য অনুযায়ী- রকেটটি রোববার (৯ মে) দেশটির যে কোনো অঞ্চলে আছড়ে পড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টার দিকে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠক ডেকেছে জন সুরক্ষা বিভাগ।
এএসআই জানিয়েছে- দেশের নয়টি অঞ্চলে রকেটটির ভাঙ্গা অংশ আছড়ে পড়তে পারে। এর মধ্যে রয়েছে উম্ব্রিয়া, লাজিও, আবরুজো, মোসাইল,কাম্পানিয়া, বাসিলিকাটা, পুগলিয়া, ক্যালাব্রিয়া, সিসিলি ও সারদিনিয়া।
রকেটটি আছড়ে পড়ার সম্ভাব্য সময় জানানো হয়েছে স্থানীয় রোববার রাত ২টা ২৪ মিনিট। রকেটের ভাঙ্গা অংশে ভবন ধসে পড়ার সম্ভাবনা নেই জানিয়ে জনসাধারণকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।
নিয়ন্ত্রণ হারানো রকেটটির প্রতিদিনের অবস্থান প্রকাশ করা হচ্ছে স্পেস ট্র্যাক অ্যাপে। নতুন তথ্য পেলেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাইক হাওয়ার্ড। অন্যান্য স্যাটেলাইট ট্র্যাকারও ১০০ ফুট লম্বা ও ১৬ ফুট চওয়া রকেটটি শনাক্ত করেছে।
২০২২ সালের মধ্যে মহাকাশে চীনের প্রথম পূর্ণাঙ্গ স্টেশন চালুর লক্ষ্যে রকেটটির মাধ্যমে তিয়ানহে মডিউল পাঠায় বেইজিং, যাতে নভোচারীদের থাকার ব্যবস্থা রয়েছে। বেইজিংয়ের উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচির সবশেষ অগ্রগতি এটি।
চলতি বছরের মধ্যেই আরও অনেক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ধরনের কমপক্ষে ১০টি মডিউল কক্ষপথে পাঠানোর পরিকল্পনা আছে বেইজিংয়ের।
বর্তমানে পৃথিবীর কক্ষপথে থাকা একমাত্র মহাকাশ স্টেশন আইএসএসের সঙ্গে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, জাপান ও ইউরোপীয় ইউনিয়ন। এতে অংশ নিতে দেয়া হয়নি চীনকে। ২০২৪ সালেই মেয়াদ শেষ হতে যাচ্ছে আইএসএসের। ধারণা করা হচ্ছে, এরপর পৃথিবীর কক্ষপথে একমাত্র মহাকাশ স্টেশনটি হবে চীনের।
আকারে এটি আইএসএসের চার ভাগের এক ভাগ। কিন্তু এতে মহাকাশ গবেষণাগারের একচ্ছত্র আধিপত্য থাকবে চীনের।