নগরীর আবাসিক হোটেলে অভিযান : তিন নারীসহ আটক চার
সময় সিলেট ডেস্ক :
সিলেট নগরীর দক্ষিণ সুরমা ভার্থখলা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের জড়িত থাকার অভিযোগ এনে তিন নারীসহ ৪ জনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা।
শনিবার (৮ মে) সন্ধ্যা ৭ সাত টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল হোটেল সোনালীতে অভিযান চালায়। এ অভিযানে হোটেল থেকে ৩ নারী ও একজন পুরুষকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
রোববার (৯ জানুয়ারি) সকালে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়- আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) (নিরস্ত্র) মো. রোকনুজ্জামান চৌধুরী (পিপিএম), সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আমিনুর রহমান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় চন্দ্র দে, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান ও নারী কনস্টেবল শিউলি আক্তার উপস্থিত ছিলেন।