চুনারুঘাটে বিপণিবিতানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
চুনারুঘাট সংবাদদাতা :
হবিগঞ্জের চুনারুঘাটে বিপণিবিতানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৩টি বিপণিবিতান বন্ধ করে দেওয়া হয়।
শনিবার (৮ মে) সন্ধ্যায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়- শনিবার সন্ধ্যায় পৌরশহরের বিপণিবিতান অশ্বিনী বস্ত্র বিতান, জননী বস্ত্র বিতান ও বধুয়া বস্ত্র বিতান বন্ধ করে দেওয়া হয় এবং স্বাস্থ্যবিধি না মানায় চার জনকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ অভিযানে নেতৃত্ব দেন, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল। এ সময় চুনারুঘাট থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেছেন।