দ্বিতীয় দিনের মতো কাউন্সিলর আজাদুর রহমান আজাদের ঈদ উপহার বিতরণ
স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের উদ্যোগে ২০নং ওয়ার্ডের অসচ্ছল পরিবারের মধ্যে ২য় দিনের মতো ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরে ওয়ার্ডের প্রায় চার হাজার পরিবারকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী দেয়া হবে বলে জানিয়েছেন কাউন্সিলর আজাদ।
রোববার (৯ মে) সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মজুমদারপাড়া ও খরাদীপাড়ার ১ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার তুলে দেন অতিথিরা। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রপলিটন পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম।
কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম ফরহাদ হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোর-এর সিলেট ব্যুরো প্রধান সৈয়দ রাসেল, সিলেট ক্যাবল সিস্টেম (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান মুহিবুস শাকুর মনি, রোজভিউ হোটেল-এর ব্যবস্থাপনা পরিচালক মহি উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুস সালাম রিজভী প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন মহানগর যুবলীগ নেতা রাফিউল করিম মাসুম।
২০নং ওয়ার্ডের বাকি এলাকায় পর্যায়ক্রমে ঈদ উপহার পাঠিয়ে দেয়া হবে বলে জানান কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।