দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী
সংবাদ বিজ্ঞপ্তি :
যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, অভিবক্ত বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথের ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের অভিবাবক, বিশ্বনাথ ও ওসমানীনগর আওয়ামীলীগের প্রেরনার উৎস, সিলেট-২ আসনের আগামী দিনের সম্ভাব্য নৌকার কান্ডারী, জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসন’সহ বৃহত্তর সিলেট এবং বাংলাদেশের সর্বস্থরের জনগনকে বিশ্ব মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
আজ গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় আনোয়ারুজ্জামান চৌধুরী আক্ষেপ করে বলেন— বৈশ্বিক করোনা মহামারীর জন্য দীর্ঘদিন যাবৎ দেশে যেতে পারছি না। দেশের মানুষজন এবং আমার প্রাণাধিক প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ, সহযোগী সংগঠন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে খুব বেশি মিস করছি। যদিও মহামারীর জন্য দেশে যেতে পারছি না, তারপরও আমার মন সর্বদা দেশেই পড়ে থাকে। তিনি বলেন— ডিজিটালাইজেশনের এই যুগে নিজের দায়বোধ থেকে আমি প্রতিনিয়ত ভার্চুয়ালী নেতাকর্মী এবং দেশের মানুষের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি। পারিপার্শ্বিক অবস্থা কিছুটা শীতল হলেই শীঘ্রই দেশে আসছি।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন— একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। ‘সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে তাই শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়’ -এমটাই আমার প্রানের চাওয়া।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন— এবার ঈদুল ফিতর এমন এক সময়ে আমরা পালন করতে চলেছি, যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব, দলীয় নেতাকর্মী ও পরিচিতজন অনেকেই আক্রান্ত। ইতোপূর্বে এই ভাইরাসে আমরা অনেকেই আপনজনকে হারিয়েছি। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই সকল প্রকার স্বাস্থ্যবিধি এবং সরকারি নীতিমালা মেনে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করতে তিনি সকলের প্রতি আহবান জানান।