করোনায় মারা গেলেন ইদ্রিস ছাতার স্বত্বাধিকারী নাজমুল হোসেন
স্টাফ রিপোর্টার :
সিলেটের প্রাচীনতম ছাতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ইদ্রিস এন্ড কোম্পানি’র স্বত্বাধিকারী ও বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি, নগরীর হাওয়াপাড়ার বাসিন্দা নাজমুল হোসেন মাক্কু মিয়া আর নেই।
সোমবার (১০ মে) সকাল সোয়া ৭টার দিকে তিনি নগরীর একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নাজমুল হোসেনের জানাযার নামাজ সোমবার বাদ আসর নগরীর শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়।