ইতালিতে মৃত্যুবরণকারী দানা মিয়ার পরিবারবারকে সহযোগিতা করেছে ভৈরব সমিতি ভেনিস
বিশেষ সংবাদদাতা :
ভৈরবে গরিব রিক্সাচালক দুখু মিয়া অনেক আশা করে জমি বিক্রয় করে নিজ সন্তান দানা মিয়াকে গতবছরের ডিসেম্বর মাসে বিদেশে পাঠান। লিবিয়া দিয়ে সমুদ্র পথে পৌছান ইতালীর কালাব্রিয়া অঞ্চলে। কালাব্রিয়া রিফৌজি ক্যাম্পে থাকাকালীন সময়ে ব্রেন টিউমার ধরা পরে দানা মিয়ার। মার্চ মাসের দিকে অপারেশন হয় এবং হাসপাতালে ১২ দিন জ্ঞান না ফেরা অবস্থায় ৩০মার্চ মৃত্যু বরণ করেন দানা মিয়া। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন)
অনেক স্বপ্ন নিয়ে প্রবাসী জীবনের মাত্র ছয় মাসেরও কম অবস্থানকারী দানা মিয়ার ও তার পরিবারের সচ্ছলতার আশা আকাঙ্খা আর বাস্তবায়িত হয়নি। ভৈরবের সন্তান হিসেবে তাহার পরিবারকে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসে ভৈরবের সুনামধন্য প্রবাসী সংগঠন- ভৈরব সমিতি ভেনিস। এই সমিতির কার্যকরী কমিটির নিজস্ব তহবিল থেকে সংগ্রহীত দুইলক্ষ সোল হাজার টাকা মরহুম দানা মিয়ার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
ভৈরবের নবনির্বাচিত পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, সাবেক ভিপি মুজিবুর রহমান ও ভৈরব সমিতির সহ-সভাপতি আল আমিন, যুগ্ম-সম্পাদক সোহেল রহমান দানা মিয়ার পিতা এবং তার সদ্য বিবাহিতা স্ত্রীর হাতে নগদ টাকা তুলে দিয়েছেন।
এদিকে, অসহায় একটি পরিবারকে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসায় ‘ভৈরব সমিতি’র সকল নেতৃবৃন্দদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।