কানাইঘাটে ট্রাক্টর চাপায় প্রাণ গেল ভাইবোনের : চালক আহত
কানাইঘাট সংবাদদাতা :
সিলেটের কানাইঘাটে ট্রাক্টর চাপায় দুই শিশু নিহত হয়েছে। নাইম ও মাইশা নামের এই দুই শিশু পরষ্পরের ভাইবোন। মঙ্গলবার (১১ মে) সকাল ১০টার দিকে উপজেলার দিঘীরপার ইউনিয়নের লন্তিরমাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এতে ওই গ্রামের গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে নাইম আহমদ (৮) ও মেয়ে মাইশা বেগম (৫) ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাক্টরের চালক শরীফ উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লন্তিরমাটি গ্রামের শরীফ উদ্দিন ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। ট্রাক্টর চালক শরীফ উদ্দিনের পাশে বসা ছিলো শিশু নাইম ও মাইশা। ট্রাক্টরটি ঘুরানোর একপর্যায়ে উল্টে গিয়ে শিশু নাইম ও মাইশার উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আবুল হুসেন হোসেন বলেন- ট্রাক্টর উল্টে দুই শিশু নিহত হয়েছে। তাদের মরদেহ দাফনের ব্যবস্থা চলছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন- অসাবধানতাবশত ট্রাক্টর উল্টে দুই শিশু নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি।