বানিয়াচংয়ে ধান শুকানো নিয়ে দ্বন্দ : প্রতিপক্ষের হামলায় নিহত এক
বানিয়াচং সংবাদদাতা :
হবিগঞ্জের বানিয়াচংয়ে খলায় ধান শুকানো নিয়ে দ্বন্দের জেরে প্রতিপক্ষের হামলায় ফালু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (১২ মে) দুপুরে উপজেলার পুরান পাথারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফালু মিয়া পুরান পাথারিয়া গ্রামের গফুর উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত এসপি পলাশ রঞ্জন দে জানান- নিহত ফালু মিয়ার সঙ্গে একই গ্রামের জহিরুল ইসলামের বেশ কিছুদিন ধরে পরিবারিক কলহ চলে আসছিল। এরই প্রেক্ষিতে দুপুরে তাদের মধ্যে খলায় ধান শুকানো নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জহিরুল ইসলাম টেঁটা দিয়ে ফালু মিয়াকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অতিরিক্ত এসপি আরও জানান- পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের আইনের আওতায় আনা হবে।