নবীগঞ্জে মোহাম্মদীন ইসলামিক চ্যারিটির ঈদের উপহার সামগ্রী বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
এম এস লিমন (নবীগঞ্জ থেকে) : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগনজ ইউনিয়নের কই-খাইড় গ্রামের তাহির মোহাম্মদ বাড়িতে মোহাম্মদীন ইসলামিক চ্যারিটির পক্ষ থেকে এলাকার একশত পরিবারের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
চ্যারিটির উপদেষ্ঠা সুফিজ্জামানের সভাপতিত্বে ও মুজিবুর রহমানের পরিচালনায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চ্যারিটির চেয়ারম্যান নোমান আহমেদ জানান— প্রবাসীদের অর্থায়নে ও চ্যারিটির সদস্যদের সার্বিক সহযোগিতায় গত বিশ রমজানে আমরা ২২০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করছিলাম। এরই ধারবাহিকয়তায় আজ আবার ও একশত পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করলাম।
তিনি বলেন— আপানারা প্রবাসীদের জন্য দোয়া করবেন, তাদের শ্রমে-ঘামে অর্জিত টাকা থেকে আমরা এই ঈদের উপহার সামগ্রী বিতরণ করছি। আপানারা তাদের জন্য দোয়া করবেন, আল্লহপাক যেন তাদেরকে সুস্থ রাখেন এবং হালাল রোজগারের ব্যবস্থা করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- মোহাম্মদীন ইসলামিক চ্যারিটির সদস্য বুলবুল আহমেদ, ইমন জামান, বনিক আহমেদ, মিনার মিয়া, রুবেল আহমেদ, ইউসুফ পাঠান, রোমন আহমেদ, লায়েক আহমেদ সৌরভ প্রমুখ।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনার এই কঠিনতম সময়ে অসহায় ও নিম্ন আয়ের মানুষগুলো ঈদ উপহার পেয়ে ভিষণ খুশি। উপহার সামগ্রীর মধ্যে ছিলো- চাল, পিয়াজ, আলু, ২কেজি ওজনের ব্রয়লার মোরগ’সহ নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র।