ডায়নামিক সোশ্যাল কমিউনিটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
ডায়নামিক সোশ্যাল কমিউনিটির উদ্যোগে অসহায় অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে গতকাল বুধবার (১২ মে) দুপুরে নগরীর কাজিটুলা এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডায়নামিক সোশ্যাল কমিউনিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাফির সভাপতিত্বে ও সেক্রেটারি শফিউল আলম শফির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম মেম্বার আবু মারজান, বেলাল আহমেদ, জুমেল হোসাইন, সেক্রেটারিয়েট মেম্বার খায়রুল আমিন রাফসান, ইমরান আহমেদ, রিজওয়ানুল হক, ফয়সাল আহমেদ, কাওসার আহমেদ রিফাত,আব্দুল আউয়াল,কামরান আহমেদ, মাহফুজ আহমেদ রিফাত, সাহিদুজ্জামান সুজন, এক্সিকিউটিভ মেম্বার তোফায়েল আহমেদ, ওসামা বিন আব্দুর রব প্রমুখ।