সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী
সময় সিলেট ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ’jসহ সম্মানিত সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন- সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
ঈদুল ফিতর উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এই শুভেচ্ছা বার্তায় তিনি বলেন— মাসব্যাপী সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। উৎসব-আনন্দের এই মাহেন্দ্রক্ষণে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে শামিল হবেন ও আনন্দ ভাগাভাগি করে নেবেন।
তিনি আরও বলেন— সম্প্রীতি ও সৌহার্দ্যময় সমাজ গঠনে এই উৎসব চিরায়ত ভূমিকা রেখে আসছে। ঈদ শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির মহৎ শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। তাই একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও সন্ত্রাস-জঙ্গীবাদ মুক্ত জাতি গঠনে সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহবান জানান শফিকুর রহমান চৌধুরী।
তাছাড়া তিনি সবাইকে করোনাকালীন সকল প্রকার স্বাস্থ্যবিধি (মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত এড়িয়ে চলা)-সহ সরকারী নির্দেশনা মেনে ঈদ উদযাপনের আহবান জানান।