সিলেটে শেষ মুহুর্তে পাঞ্জাবি কিনতে বুটিক হাউসগুলোতে মানুষের ভিড়
স্টাফ রিপোর্টার :
আকর্ষণীয় ও মানানসই একটি পাঞ্জাবি ছাড়া ছেলেদের ঈদ কল্পনাই করা যায়না। তাই দিনে দিনে পাঞ্জাবীতে এসেছে বিচিত্রতা। মনের মতো রঙের পাঞ্জাবি কিনতে সিলেটের তরুণরা ভিড় করছেন বুটিক হাউসগুলোতে।
গতকাল দুপুর থেকে গভীর রাত, এমনকি আজ সকাল ৬টা পর্যন্ত পছন্দের পাঞ্জাবির খোঁজে ছুটে বেড়াচ্ছেন জিন্দাবাজার, বারুতখানা, নয়াসড়ক ও কুমারপাড়ার বুটিক শপে।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদের অন্যতম উপসর্গ নতুন জামা-কাপড়। তাই তরুণ, যুবক, বৃদ্ধ সবাই নতুন পাঞ্জাবি পরে জড়ো হন নামাজের জন্য ঈদগাহে।
শেষ মুহুর্তে পুরুষরা মনের মতো পাঞ্জাবি কিনতে ভিড় করেন শপিংমলে। আর ফ্যাশন সচেতন মানুষগুলো চান ভিন্ন ধাঁচের পাঞ্জাবি জন্য ছুটেন বুটিক হাউসে।
পাঞ্জাবিতে আগ্রহী শিশুরাও। বাবা-মায়ের সাথে তারাও নিচ্ছেন বুটিকের পাঞ্জাবি। এবারের ঈদ হবে বর্ষা এবং গরমে। এ দুটি বিষয় মাথায় রেখেই তৈরি হয়েছে বুটিকের পাঞ্জাবি। দোকানগুলোতে বুটিকের পাঞ্জাবি বিক্রি হচ্ছে ১ থেকে ৮ হাজারের মধ্যে।