সিলেটে ‘চুরির’ মোটরসাইকেল বিক্রির সময় গ্রেপ্তার ২
দক্ষিণ সুরমা (সিলেট) সংবাদদাতা :
সিলেটে ‘চুরির’ মোটরসাইকেল বিক্রির সময় ২ জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। বুধবার (১২ মে) বিকালে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ
গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ ভার্থখলার কয়েছ মিয়ার বাড়ীর আবুল মিয়ার ছেলে মো. সাগর আহমদ (২০) ও দক্ষিণ সুরমার কায়েস্তরাইলের মৃত আছকর খানের ছেলে ছয়ফুল খান (২৬)।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়। তারা দুজনই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
এতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি পুরাতন ১৫০ সিসি লাল-কালো রংয়ের নাম্বার প্লেট বিহীন পালসার মোটরসাইকেল (ইঞ্জিন নং- DHZCCF24534, চেসিস নং- MD2A11CZ2CCF14000) উদ্ধার করে।