বড়লেখা ফাউন্ডেশন ইউকের সপ্তাহব্যাপী সহস্রাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
মৌলভীবাজারের বড়লেখা ফাউন্ডেশন ইউকের (চ্যারেটি নম্বর-১১৯১৫৯৩) উদ্যোগে বড়লেখা উপজেলায় সপ্তাহব্যাপী সহস্রাধিক অসহায় ও নিম্ন আয়ের পরিবারে ঈদসামগ্রী বিতরণ কর্মসূচির সমাপ্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ৮টায় পৌর শহরের শফিরুনেচ্ছা ট্রাস্টে সমাপনী দিনের বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা ডা. নজরুল ইসলাম।
বড়লেখা ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি আবু আহমদ হামিদুর রহমান শিপলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- অ্যাডভোকেট আব্দুল মুকিত মাইনু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি রেজাউল ইসলাম মিন্টু, দৈনিক কালেরকন্ঠের সাংবাদিক লিটন শরীফ, বড়লেখা ফাউন্ডেশন ইউকের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন- বড়লেখা ফাউন্ডেশন ইউকের সদস্য আব্দুল মুহিত ও মাহবুবুর রব, সাংবাদিক ময়নুল ইসলাম।